“আমাদের শুভাকাঙ্খীদের জানাই আমাদের ঘরে একটি ফুটফুটে পুত্র সন্তান এসেছে। এই আশীর্বাদের জন্য ঈশ্বরের কাছে আমরা কৃতজ্ঞ।’ সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এমন পোস্ট করে পুত্র সন্তানের বাবা হওয়ার ঘোষণা দিলেন কুণাল কাপুর।
স্ত্রী নয়না বচ্চনের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি অনেকটা গোপনেই রেখেছিলেন কুণাল কাপুর। এ কারণে বলিউডের এই অভিনেতা বাবা হওয়ার সুসংবাদটি দেওয়ার পর অনেকটাই চমকে গিয়েছে তার ভক্তরা।
অমিতাভ বচ্চনে মেয়ে শ্বেতা বচ্চন থেকে শুরু করে আঙ্গাদ বেদী, কুণালের ঘনিষ্ঠ বন্ধু হৃতিক রোশন দারুণ উচ্ছ্বসিত তাঁর বন্ধুর জীবনের এই খুশির খবর আগমন বার্তায়।
২০১৫ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন কুণাল এবং নয়না। সম্পর্কে অমিতাভ বচ্চনের ভাইঝি হন নয়না।