পুত্র সন্তানকে স্বাগত জানালেন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং ও অভিনেত্রী হ্যাজেল কিচ।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বাবা হওয়ার বিষয়টি নিশ্চিত করে যুবরাজ সিং লিখেছেন, “আমাদের সকল অনুরাগী, বন্ধু ও পরিবারকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, ঈশ্বরের আশীর্বাদে আমাদের সংসারে ছেলে এসেছে। আপনাদের সকলের শুভেচ্ছার জন্য ধন্যবাদ। এমন আনন্দের মুহূর্তে আমাদের ব্যক্তিগত জীবনকে সম্মান দেবেন বলেই আশা।”
যুবরাজের ছেলে হওয়ার খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বইতে শুরু করে। অনুরাগী, সমর্থকরা তো বটেই, যুবরাজ ও হ্যাজেলের সেলিব্রিটি বন্ধুমহলও একের পর এক টুইট করে অভিনন্দন জানান দম্পতিকে। অভিনেতা অভিষেক বচ্চন, অভিনেত্রী রিচা চাড্ডা, নেহা ধুপিয়া, আঙ্গাদ বেদিসহ অনেকেই শুভকামনা জানিয়েছেন।
প্রাক্তন ভারতীয় পেসার ইরফান পাঠান অভিনন্দন জানিয়ে লেখেন, “অনেক অনেক শুভেচ্ছা। আমি নিশ্চিত তুমি খুব ভাল বাবা হবে। সদ্যোজাতকে আমার অনেক ভালোবাসা।” শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডও।
❤️ @hazelkeech pic.twitter.com/IK6BnOgfBe
— Yuvraj Singh (@YUVSTRONG12) January 25, 2022
২০১৬ সালে হ্যাজেল কিচের সঙ্গে গাঁটছড়া বেঁধে নতুন জীবন শুরু করেছিলেন যুবরাজ সিং।