ইন্ডিয়া টুডের ‘মুড অব দ্য নেশন’ জরিপ অনুসারে বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ভারতের এক নাম্বার নায়িকা হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।
৭ দশমিক দুই শতাংশ ভোট পেয়ে এই শীর্ষস্থান অর্জন করেছেন ক্যাটরিনা। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন দীপিকা পাড়ুকোন। ৬ দশমিক ৮ শতাংশ ভোট পেয়েছেন এই বলি সুন্দরী। তৃতীয় প্রিয়াঙ্কা চোপড়া (৬ দশমিক ৩ শতাংশ), চতুর্থ কঙ্গনা রনৌত (৪ দশমিক ৯ শতাংশ) এবং পঞ্চম কারিনা কাপুর খান (৩ দশমিক ৬ শতাংশ)।
২০২১ সালের শেষ দিকে মুক্তি পেয়েছে ক্যাটরিনা কাইফ অভিনীত ‘সূর্যবংশী’। করোনা মহামারির মধ্যেও শত কোটি রুপির ব্যবসা করেছে ছবিটি। তাছাড়া গত ডিসেম্বরে অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন ক্যাটরিনা। যা সোশ্যাল মিডিয়ায় বেশ হৈচৈ ফেলে দিয়েছিল।
এছাড়াও কাজের দিক থেকে বর্তমানে ‘টাইগার থ্রি’, ‘মেরি ক্রিসমাস’, ‘জি লে জারা’ রয়েছেন ক্যাটরিনা কাইফ। তাই সবকিছু মিলিয়েই তালিকায় শীর্ষ স্থানটি দখল করে নিয়েছেন ক্যাট।
এদিকে, দীপিকা পাড়ুকোন দ্বিতীয় স্থানে থাকার পেছনে মূল কারণটি হচ্ছে গত দুই বছর ধরে রূপালি পর্দার বাহিরে রয়েছেন দীপিকা। বছর শেষে কবির খান পরিচালিত ‘৮৩’ ছবিতে স্বামী রণবীর সিংয়ের বিপরীতে ক্যামিও চরিত্রে দেখা গেছে তাকে। কিন্তু বক্স অফিসে সফলতার মুখ দেখেনি ছবিটি।
তাছাড়া তৃতীয় স্থানে থাকা প্রিয়াঙ্কা চোপড়া দীর্ঘদিন বলিউড ইন্ডাস্ট্রিতে নেই বললেই চলে। তবে শিগগিরই তাকে দেখা যাবে ফারহান আখতার পরিচালিত ‘জি লে জারা’তে।