সম্প্রতি একটি সাক্ষাৎকারে অংশ নিয়েছিলেন সানিয়া মালহোত্রা। যেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল তার চোখে সেরা তারকা জুটি কে। জবাবে বলিউডের এই অভিনেত্রী দু’জনের নাম উল্লেখ করেছেন।
২৯ বছর বয়সী এই অভিনেত্রীর চোখে সেরা তারকা জুটি হলেন- ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ দম্পতি এবং রণবীর কাপুর-আলিয়া ভাট।
এই দুই তারকা জুটিকে কেন পছন্দ? এমন প্রশ্নের জবাবে সানিয়া বলেন, “এই দুই জুটিই দারুণ।”
এরপর ওই সাক্ষাৎকারে সানিয়াকে প্রশ্ন করা হয় হৃত্বিক ও শহীদের মধ্যে কে সবচেয়ে ভালো ড্যান্সার? জবাবে এই বলি সুন্দরী বলেন, “না, এই দু’জনের থেকে বেছে নেওয়ার বিকল্পও হওয়া উচিত নয়। তারা দু’জনই ভালো ড্যান্সার।”
মজা করে সানিয়া আরও বলেন, “তবে হ্যাঁ যদি আমাকে প্রশ্ন করা হয় শহীদ ও সানিয়ার মধ্যে কে ভালো ড্যান্সার তাহলে আমার উত্তর হবে শহীদ। আর যদি বলা হয় হৃত্বিক-সানিয়ার মধ্যে কে সেরা ড্যান্সার সেসময় আমার উত্তর হৃত্বিক রোশন।”