মাদককাণ্ডে গত বছরের অক্টোবরে গ্রেফতার করা হয়েছিল শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে। এরপর প্রায় এক মাস মুম্বাইয়ের আর্থার রোড জেলে থাকার পর জামিনে ছাড়া পান আরিয়ান।
এদিকে, আরিয়ান খান গ্রেফতার হওয়ার পর মাত্র একবার জনসম্মুখে আসতে দেখা গিয়েছিল শাহরুখ খানকে। তাও বলিউড বাদশা ছেলেকে কারাগারে দেখতে গিয়েছিলেন বলে। কিন্তু ছেলের মুক্তি পর জনসম্মুখ বা সোশ্যাল মিডিয়ায় দেখা পাওয়া যায়নি শাহরুখের। অবশেষে ফিরলেন কিং খান।
ছেলের মাদককাণ্ডে নাম জড়ানোর প্রায় চার মাস পর ফের সোশ্যাল মিডিয়ায় ফিরলেন তিনি। যদিও ব্যক্তিগত কোনও মুহূর্ত নয়। একেবারেই পেশাদারিত্বে ভরা সেই পোস্ট। একটি বিজ্ঞাপন ইনস্টাগ্রামে পোস্ট করেন বাদশা। শুধু শাহরুখই নয়, ওই বিজ্ঞাপনে দেখা গিয়েছে তার স্ত্রী গৌরীকেও।
ইতিমধ্যেই তার পোস্ট করা ভিডিওর ভিউ ৬ লাখেরও বেশি হয়ে গিয়েছে। আর হবে নাই বা কেন? প্রায় চার মাস পর শাহরুখের শেয়ার করা ভিডিও বলে কথা। শাহরুখের ভিডিওতে কমেন্টের ছড়াছড়ি। কেউ লিখছেন, “কিং ইজ ব্যাক।”
আবার কেউ ভালবাসায় ভরিয়ে দিচ্ছেন ‘কিং খান’কে। লিখছেন, “ভিডিও দেখে অত্যন্ত খুশি। তোমাকে ভালবাসি।” আবার কেউ কেউ লিখছেন, “বহুদিন পর শাহরুখের পোস্ট দেখে খুব খুশি হলাম। শাহরুখ তোমাকে সবসময় ভালবাসি।”
View this post on Instagram
সবশেষ গত বছরের ১৯ সেপ্টেম্বর ইনস্টাগ্রামে পোস্ট করেন শাহরুখ খান। গণেশ পুজার ছবি পোস্ট করায় কটাক্ষের শিকার হতে হয়েছিল তাকে। কেউ কেউ পাপী বলে সম্বোধন করেন তাকে। আবার অনেকেই শাহরুখকে আনফলোও করে দেন।
যশরাজ ফিল্মস প্রযোজিত ‘পাঠান’ ছবির কাজ নিয়ে বর্তমানে ব্যস্ত রয়েছেন শাহরুখ খান। এতে তার বিপরীতে দীপিকা পাড়ুকোনকে দেখা যাবে বলে শোনা যাচ্ছে। তাছাড়াও থাকছেন জন আব্রাহাম। যদিও বা এসব বিষয়ে এখনও পর্যন্ত কোন আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি কারও পক্ষ থেকেই। যদি সব ঠিক থাকে তাহলে চার বছর পর ফের বড়পর্দায় দেখা যাবে কিং খানকে। সবশেষ ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘জিরো’ ছবিতে দেখা গেছে তাকে।