সালমান খানের পানভেল খামারবাড়ির কথা কারও অজানা নয়। নিজের জন্মদিন থেকে শুরু করে পরিবারিক কোন অনুষ্ঠান বা ছুটি কাটানোর জন্য সেখানেই ছুটে যান সালমান। সেই খামারবাড়ির কাছের একটি জমির মালিক কেতন কাক্কার নামের এক ব্যক্তি। বলা যায় বলিউডের এই অভিনেতার প্রতিবেশী তিনি।
সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় সেখানে সালমান খানের নামে অনেক মানহানিকরা কথা বলেছেন কেতন কাক্কার। আর এতে বেশ ক্ষুব্ধ হয়েছেন সাল্লু। এমন ঘটনার পরপরই ভাইজানের আইনজীবীদের পক্ষ থেকে ওই ব্যক্তিকে মানহানিকর মন্তব্যগুলি সরানোর কথা বলা হয়। কিন্তু কেতন কাক্কারের পক্ষ থেকে সেগুলি অস্বীকার করা হয়েছে বলে জানা যায়। এরপরই ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন অভিনেতার আইনজীবীরা।
অপরদিকে ওই ব্যক্তির আইনজীবীদের সময় দিয়ে মামলার শুনানি মুলতুবি রেখেছেন আদালত।
অভিযুক্ত ব্যক্তি কেতন কাক্কারের আইনজীবী আভা সিংহ এবং আদিত্য প্রতাপের বক্তব্য, তারা শুনানির একদিন মাত্র আগে নথি হাতে পেয়েছেন। তাই তারা এখনও পুরো বিষয়টি দেখে উঠতে পারেননি। পাশাপাশি আদালতের কাছে তাদের আবেদন, তাদের মক্কেল কেতন কাক্কারকে আরও কিছুটা সময় দেওয়া হোক।
সালমানের অভিযোগের প্রতিলিপিতে কেতন ছাড়াও আরও দুই ব্যক্তিত্বের নাম রয়েছে, তারাও ওই শো-তে অংশ নিয়েছিল।