ফের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি দম্পতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন রাজ।
রাজ লিখেছেন, ‘শুভশ্রী এবং আমি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছি। বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে আছি আমরা। সুরক্ষিত থাকুন। মাস্ক পরুন এবং করোনা সংক্রান্ত সতর্কতামূলক নির্দেশিকা মেনে চলুন।’
গত বছর এপ্রিলে করোনা আক্রান্ত হয়েছিলেন শুভশ্রী। সেই সময় তার ছেলে এবং ইউভানের কেয়ারটেকারের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছিল। তবে এবার ইউভানের করোনা টেস্টের রিপোর্ট কি এসেছে সে বিষয়ে কিছু জানাননি এই তারকা দম্পতি।
এদিকে, আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে কলকাতা চলচ্চিত্র উৎসব। চলবে আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত। মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকেলে উৎসবের সাংবাদিক বৈঠকে উপস্থিত হওয়ার কথা ছিলো রাজ চক্রবর্তীর। কিন্তু করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে সেখানে যেতে পারেননি এই নির্মাতা।