বুবলীকে হয়তো কখনোই এমন লুকে দেখেনি দর্শক। সিয়ামকে সঙ্গী করে বুবলীর নতুন যাত্রা রায়হান রাফির নতুন ওয়েব ফিল্ম ‘টান’। ২ জানুয়ারি থেকে চলচ্চিত্রটির শুটিং শুরু হয়।
অবনী-রাশেদ দুজনেই হৃদয়ের টানে পালিয়ে যায় দুরান্তে। টুনাটুনির সুখ-দুঃখের প্রেম বাস্তবতায় হঠাৎ ঘটে যায় এক বিভৎস দুর্ঘটনা। এরপর বের হয়ে আসতে থাকে অন্য এক অদ্ভুত গল্পের উপাখ্যান।
সিদ্দিক আহামেদ ও রায়হান রাফির এমনই চিত্রনাট্যে চরকির জন্য নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘টান’।
খাঁচার ভেতর অচিন পাখির পর চরকির সঙ্গে রাফির এটি দ্বিতীয় সিনেমা। এই সিনেমার মধ্যে দিয়ে সিয়াম-বুবলি প্রথমবারের মতো জুটি বেঁধেছেন।
ওয়েবের জন্য এটিই বুবলির প্রথম কাজ। কাজটি নিয়ে বেশ উচ্ছ্বসিত বুবলি নিজেও। তিনি বলেন, “ওয়েবের জন্য এটাই আমার প্রথম কাজ। পরিচালক, কো-আর্টিস্ট, গল্প সব মিলিয়ে টানএকটি পরিপূর্ণ প্রজেক্ট। তাই কাজটি করা হয়েছে। দর্শক নতুন ও ভালো কিছু দেখতে চলেছে এই গল্পের মধ্য দিয়ে।”
পরিচালক রায়হান রাফি বলেন, “সিয়ামকে নিয়ে এর আগে অনেক কাজ করা হলেও বুবলিকে নিয়ে এটা আমার প্রথম কাজ। তিনি অনেক এফোর্ট দিয়েছেন। টান- এরগল্প নিয়ে কিছু বলার নেই। এটা চরকিতে রিলিজ হলে দর্শক নিজেই দেখে নিবে।”
চলচ্চিত্রটির অন্যান্য চরিত্রে আছেন, সোহেল মণ্ডল, নীলাঞ্জনা নীলা প্রমুখ। শুটিং চলবে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত।