সস্ত্রীক করোনা আক্রান্ত জন

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 23:28:55

বলিউড ইন্ডাস্ট্রিতে ক্রমশ বেড়েই চলছে করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা। অর্জুন কাপুর, নোরা ফাতেহি, ম্রুনাল ঠাকুরের পর এবার এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছেন জন আব্রাহাম ও তার স্ত্রী প্রিয়া রুঞ্চল।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে বিষয়টি নিশ্চিত করে জন নিজেই।


পোস্টে জন জানান, তিনদিন আগেই তিনি কোভিড পজিটিভ রোগীর সংস্পর্শে আসেন। তবে তখনও বিষয়টি জানতেন না। পরে ওই ব্যক্তি কোভিড পজিটিভ হওয়ার খবর পেয়ে বলিউড অভিনেতা এবং তার স্ত্রী করোনা পরীক্ষা করান। এই দম্পতি দু’জনেরই মৃদু উপসর্গ রয়েছে, তাই তারা বাড়িতেই আইসোলেশনে রয়েছেন।

যোগ করে জন আরও জানান, টিকার ডবল ডোজ নেওয়া হয়েছিল তাদের। তা সত্ত্বেও শরীরে করোনা থাবা বসানোয় কিছুটা স্তম্ভিত বলিউডের এই অভিনেতা। একইসঙ্গে সকলকে মাস্ক পরার অনুরোধ করেছেন জন।


করোনাভাইরাসে আক্রান্ত হয়েও দৈনন্দিন জীবন থমকে যায়নি জন আব্রাহামের। হোম আইসোলেশনে থাকার সময়েও স্ত্রীর সঙ্গে ভাল সময় কাটাচ্ছেন বলে নিজেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তার ইনস্টা পোস্টে দেখা গিয়েছে, তিনি ও প্রিয়া দুই পোষ্যকে নিয়ে দিব্যি সময় কাটাচ্ছেন। সাজাচ্ছেন ঘরও।

এ সম্পর্কিত আরও খবর