নতুন অতিথির অপেক্ষায় দিন কাটছে কাজল আগারওয়ালের। অর্থাৎ প্রথম সন্তানের মা হতে যাচ্ছেন বলিউডের এই অভিনেত্রী। বলি মহলে গত কয়েকদিন ধরে কাজলের অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে চলছিল নানা গুঞ্জন। অবশেষে সেই গুঞ্জনে ঘি ঢাললেন কাজলের স্বামী গৌতম কিচলু।
নতুন বছরের প্রথমদিন কাজলের মা হওয়ার খবরে সিলমোহর দিলেন গৌতম। বিয়ের ঠিক এক বছর ২ মাসের মাথায় সামনে এল সুখবর, নতুন বছরে প্রথম সন্তানকে স্বাগত জানাতে তৈরি এই দম্পতি।
ইনস্টাগ্রামে স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করে গৌতম লিখেছেন, ‘আমরা তোমার দিকে তাকিয়ে রয়েছি ২০২২।’ এর সঙ্গে এক অন্তঃসত্ত্বা নারীর ইমোজি জুড়ে দেন গৌতম।
সরাসরি নয় কিছুটা ধোঁয়াশা রেখে কাজলের প্রেগন্যান্সি নিউজ ফাঁস করলেন গৌতম।
সাত বছর বন্ধুত্বের সম্পর্কে থাকার পর ২০২০ সালের ৩০ অক্টোবর গৌতম কিচলুর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন কাজল আগারওয়াল। করোনাভাইরাস মহামারির কারণে সাদামাটা আয়োজনের মধ্য দিয়েই সম্পন্ন হয়েছিলো তাদের বিয়ের সকল আনুষ্ঠানিকতা। এরপর মধুচন্দ্রিমার জন্য মালদ্বীপ উড়ে গিয়েছিলেন তারা।