টলিউড ইন্ডাস্ট্রিতে ফের করোনার থাবা। বছরের প্রথম দিনই করোনা পজিটিভ হওয়ার কথা জানালেন পরিচালক সৃজিত মুখার্জী এবং সংগীত পরিচালক জিৎ গাঙ্গুলি। নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তারা।
শনিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জিৎ গাঙ্গুলি লিখেছেন, “আমি করোনা আক্রান্ত হয়েছি। এখনও পর্যন্ত আমার অল্প উপসর্গ রয়েছে। তেমন কিছু অসুবিধা হচ্ছে না। নিজেকে আইসোলেট করে রেখেছি। চিকিৎসকরা যা পরামর্শ দিয়েছেন তাই মেনে চলছে। আপনাদের মধ্যে কেউ যদি গত কয়েকদিনে আমার সংস্পর্শে এসে থাকেন দয়া করে নিজের করোনা পরীক্ষা করিয়ে নিন।”
জিৎ গাঙ্গুলির পরই টুইটারে সৃজিত মুখার্জী লেখেন, “আমি করোনায় আক্রান্ত হয়েছি। নিজেকে আইসোলেট করে রেখেছি। গত ৭২ ঘণ্টায় আমার সংস্পর্শে যারা এসেছে, দয়া করে নিজেদের করোনা পরীক্ষা করান।”
সম্প্রতি বলিউডের একাধিক তারকা করোনা আক্রান্ত হয়েছেন। এখনও আইসোলেশনে রয়েছেন অর্জুন কাপুর ও তার বোন অংশুলা কাপুর এবং নোরা ফতেহি। শনিবার ম্রুণাল ঠাকুরও করোনা আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন।