ফের বলিউড ইন্ডাস্ট্রিতে করোনার থাবা। এবার এই ভয়াবহ ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছেন অভিনেত্রী ম্রুনাল ঠাকুর।
শনিবার (১ জানুয়ারি) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বলিউডের এই অভিনেত্রী।
পোস্টে ম্রুনাল জানান, করোনার কিছু উপসর্গ দেখা গেছে তার মাঝে। এরপরই চিকিৎসকদের পরামর্শ মেনে সেলফ আইসোলেশনে চলে যান এই বলি সুন্দরী।
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আগে নিজের আসন্ন ছবি ‘জার্সি’র প্রচারণার জন্য বেশ কয়েক জায়গায় গিয়েছিলেন ম্রুনাল ঠাকুর। এ কারণে গত কয়েকদিনে যারা তার কাছাকাছি ছিলেন তাদের সকলকে করোনা টেস্টের অনুরোধ জানিয়েছেন এই তারকা।