কয়েকদিন ধরেই সুস্মিতা সেন ও তার প্রেমিক রহমান শলের সম্পর্ক ভাঙার খবর ঘুরে বেরাচ্ছিল বলিউড মহলে। গত ২৪ ডিসেম্বর তাতে সিলমোহর দিয়ে রহমানের সঙ্গে সম্পর্কের ইতি টানার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বলিউডের এই অভিনেত্রী।
রহমানের সঙ্গে প্রেমের সম্পর্কের পাট চুকিয়ে নেওয়ার পর থেকে নানা রকম পোস্ট নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করছেন সুস্মিতা সেন।
এরই ধারাবাহিকতায় ৪৬ বছর বয়সী এই অভিনেত্রী একটি ছবি শেয়ার করে তার ক্যাপশনে লিখেছেন, ‘যেখানে চেতনাবোধ শেষ হয়… সেখান থেকে আত্মবিশ্বাস শুরু হয়।’
নিজের পোস্টে ‘মাটির কাছে থাকা’, ‘জীবনের শিক্ষা’, ‘সৎ থাকা’, ‘অন্তরের শক্তি’, ‘সচল’, ‘আনাড়ম্বর’র মতো হ্যাসট্যাগ ব্যবহার করেছেন সাবেক এই বিশ্বসুন্দরী।
সুস্মিতার করা পোস্টে মন্তব্য করেছেন তার বড় মেয়ে রেনে। মায়ের প্রশংসা করে রেনে লিখেছেন, ‘তুমি আগুন’। মেয়ের কমেন্টের জবাবে সুস্মিতা লিখেছেন, ‘রেনে ফায়ার সেন! তোমাকে অনেক ভালোবাসি!’