আনকাট ছাড়পত্র পেল শাকিব-পূজা অভিনীত এস এ হক অলিক পরিচালিত চলচ্চিত্র ‘গলুই’। গতকাল (২৭ ডিসেম্বর) চলচ্চিত্রটি সেন্সর সার্টিফিকেট পায়। খবরটি বার্তা ২৪.কমকে নিশ্চিত করেছেন নির্মাতা অলিক।
তিনি বলেন, “সেন্সর ছাড়পত্র পেয়েছি। সবাই প্রশংসা করেছেন। আশা করছি, নতুন বছরের বিশেষ কোন দিনে প্রযোজক চলচ্চিত্রটি মুক্তি দিবেন।”
চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন খোরশেদ আলম খসরু।
প্রযোজকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অলিক বলেন, “বিশেষ কৃতজ্ঞতা প্রযোজক খোরশেদ আলম খসরু ভাইয়ের প্রতি, স্বাধীনভাবে ছবিটি নির্মাণ করতে দেয়ার জন্য।”
গত ২৯ সেপ্টেম্বর থেকে চলচ্চিত্রটির শুটিং হয় বগুড়া ও জামালপুরে। নদীমাতৃক বাংলাদেশের গ্রামীন আবহে নির্মিত হয় চলচ্চিত্রটি। চলচ্চিত্রটিতে শাকিব খানের চরিত্রের নাম লালু। পেশায় ঢুলি। নৌকা চালাতেও তার নামডাক আছে। ছবিতে তার নায়িকা পূজা চেরির নাম মালা।
আরও অভিনয় করছেন আজিজুল হাকিম, সমু চৌধুরী, ঝুনা চৌধুরী প্রমুখ। সরকারি অনুদানের ছবিটির সহ-প্রযোজক খোরশেদ আলম খসরু।