সন্তানের মা-বাবা হতে যাচ্ছেন তিশা-ফারুকী

সিনেমা, বিনোদন

বিনোদন রিপোর্ট, বার্তা ২৪.কম | 2023-08-29 21:11:27

অবশেষে সন্তানের পিতা-মাতা হতে যাচ্ছেন জনপ্রিয় তারকা দম্পতি মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে খবরটি জানান ফারুকী।

তিনি বলেন, “সন্তানের চোখে নিজের জন্ম হতে দেখা, একজন মা হিসেবে, একজন বাবা হিসেবে, এক অনির্বচনীয় অনুভুতিই আসলে। বেশ কিছুদিন ধরে তিশাকে এবং আমাকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে- “তিশাকে কেনো কোথাও দেখা যাচ্ছে না?” “সে কেনো সবকিছুতে অনুপস্থিত?”

অনুপস্থিত কারন আমাদের জীবনে আরেকজন মানুষের উপস্থিতি আসন্ন। তিশা এবং আমি আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি। আপনারা দোয়া করবেন যাতে আমাদের সন্তান মায়ের গর্ভের নিরাপদ আশ্রয় থেকে সুস্থভাবে এই পৃথিবীর আলো বাতাসে আসে।”

জানা যায়, আগামী মাস দেড়েকের মধ্যেই তাদের সন্তান পৃথিবীর মুখ দেখার সম্ভাবনা রয়েছে। মূলত পারিবারিক কারণেই তথ্যটি এতদিন গোপন রেখেছিলেন এ দম্পতি।

দীর্ঘদিন প্রেমের পর ২০১০ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী।

এ সম্পর্কিত আরও খবর