আগামী ২৭ ডিসেম্বর ৫৬তম জন্মদিনের কেক কাটবেন সালমান খান। কিন্তু আসল জন্মদিনের দু’দিন আগেই কেক কাটলেন বলিউডের এই অভিনেতা।
সম্প্রতি ‘ট্রিপল আর’ ছবির প্রচারণার জন্য সালমান খানের সঞ্চালিত অনুষ্ঠান ‘বিগ বস’র ১৫তম মৌসুমে হাজির হয়েছিলেন জুনিয়র এনটিআর, রামচরণ, আলিয়া ভাট ও ছবিটির পরিচালক এসএস রাজামৌলি। তাদের সঙ্গে নিয়েই ৫৬তম জন্মদিনের কেক কেটেছেন এই তারকা।
শুধু কেক কাটা নয়, সালমান খানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ‘হ্যাপি বার্থডে’ গান গাইতে দেখা গেছে আলিয়া ভাটকে। সকলে মিলে কোমরও দুলিয়েছেন।
সালমান খানের জন্মদিনের পাশাপাশি সকলে মিলে বড়দিনও উদযাপন করেছেন।
সালমান খান বর্তমানে ব্যস্ত রয়েছেন ‘টাইগার থ্রি’ ছবির শুটিং নিয়ে। এতে তার বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে।