বিয়ের সকল আনুষ্ঠানিকতা শেষ করে সম্প্রতি কাজে ফিরেছেন ক্যাটরিনা কাইফ। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন ‘টাইগার থ্রি’ ছবির শুটিং নিয়ে। এতে তার বিপরীতি দেখা যাবে সালমান খানকে।
আজ (২৫ ডিসেম্বর) খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। এই বিশেষ দিনটিতেই নতুন ছবির ঘোষণা দিলেন ক্যাটরিনা কাইফ।
বলিউডের এই সুন্দরী এবার জুটিবদ্ধ হয়ে কাজ করতে যাচ্ছেন দক্ষিণের তারকা বিজয় সেতুপতির সঙ্গে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বিষয়টি নিশ্চিত করে ক্যাটরিনা কাইফ লিখেছেন, “নতুন শুরু। বড়দিনে শ্রীরাম রাঘবের পরিচালনায় ফিরছি। তিনি একজন মাস্টার। সেই সঙ্গে বিজয় সেতুপতির সঙ্গে কাজ করার জন্য অপেক্ষায় রইলাম।
নতুন এই ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন শ্রীরাম রাঘব। প্রযোজনা করবেন রমেশ তুরানি ও সঞ্জয় রাউত।