আশির দশকে বক্স অফিসে বাজিমাত করেছিল অঞ্জন চৌধুরী পরিচালিত ‘ছোট বউ’। যেখানে অভিনয় করেছিলেন দেবিকা মুখোপাধ্যায়। তার বিপরীতে ছিলেন ওপার বাঙলার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবিতে তাদের রসায়ন মুগ্ধ করেছিল দর্শকদের।
কিন্তু জানেন কী এই ছবিতে অভিনয় করার সময় নাকি সহশিল্পী প্রসেনজিতের প্রেমে পড়েছিলেন দেবিকা। ভারতীয় এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দেবিকা বলেন, “হ্যাঁ, প্রেমে তো পড়েছিলাম। জীবনে প্রথম পুরুষ তো আমার স্বামী নন। প্রেম না করে কেউ শিল্পী হতে পারেন না।” প্রসেনজিতের সঙ্গেই কি সেই সম্পর্ক ছিল? এ প্রশ্নের জবাব অবশ্য দেননি দেবিকা। শুধু বলেছেন, “প্রেম হলেও বলব না।”
তবে একইসঙ্গে জানালেন যার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনিও এখন সংসারী। এ প্রসঙ্গে বর্ষীয়ান এই অভিনেত্রীর ভাষ্য “এখন বললে অযথা আমার জন্য ঝগড়া হতে পারে। অকারণে মামলা খেয়ে যাব। কিন্তু, ভালো তো বেসেছি।”
প্রসেনজিতকে নিয়ে দেবিকা বলেন, “তার থেকে খুব সহযোগিতা পেয়েছি। একটা মানুষ শুধু রাজনীতি করে ওরকম উঁচু জায়গায় উঠতে পারে না। নিশ্চয়ই তার নিজস্ব কর্মক্ষমতা রয়েছে। খুবই ভালো সম্পর্ক রয়েছে তার সঙ্গে এখনও।”