সকল কাজ থেকে বিরতি নিয়ে মালদ্বীপ উড়ে গেলেন হৃতিক রোশন। এই সফরে তার সঙ্গী হিসেবে রয়েছে মা পিঙ্কি রোশন, দুই ছেলে ঋহান ও ঋধান। এছাড়াও রয়েছে বলিউডের এই অভিনেতার কয়েকজন কাজিন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে মালদ্বীপ ভ্রমণের দুটি ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন হৃতিকের মা পিঙ্কি রোশন।
পিঙ্কি রোশনের শেয়ার করা ছবিটিতে দেখা যাচ্ছে, ব্যালকনিতে দাঁড়িয়ে পূর্ণিমা উপভোগ করছেন সকলে মিলে।
ছবিটির ক্যাপশনে পিঙ্কি রোশন লিখেছেন, “চাঁদ, ছেলে ও আমার সব তারাদের সঙ্গে।”
জানা গেছে- বড়দিন উদযাপন করতে পরিবারের সদস্যদের নিয়ে মালদ্বীপ ভ্রমণে গিয়েছেন হৃতিক রোশন।
সম্প্রতি ‘বিক্রম বেদা’ ছবির শুটিং শেষ করে দুবাই থেকে মুম্বাই ফিরেছেন হৃতিক রোশন। ২০১৭ সালে মুক্তি পাওয়া তামিল ছবি ‘বিক্রম বেদা’র হিন্দি সংস্করণ এটি। এছাড়াও বলিউডের এই অভিনেতার হাতে রয়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ফাইটার’ ছবির কাজ। এতে হৃতিকের বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।