প্রায় সময় নানা অদ্ভুত কাণ্ড ঘটিয়ে খবরের শিরোনামে আসেন রণবীর সিং। তবে শুধু পোশাকের কারণে নয়, রণবীরের রঙিন মেজাজ বলিউডের কাছে অচেনা নয়। তিনি যখন যা খুশি তাই করেন। এতে করে কি ভাবল তাতে বলিউডের এই অভিনেতার কিছুই আসে যায় না। বরং সবসময় নিজের খেয়ালেই থাকতে পছন্দ করেন।
সম্প্রতি এই অভিনেতা যে কাণ্ড করে বসেছেন তাতে রীতিমত সকলের চোখ কপালে উঠে গিয়েছে।
আজ (২৪ ডিসেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রণবীর সিং অভিনীত ‘৮৩’। এর আগে বলিউড ইন্ডাস্ট্রির বন্ধু ও সহকর্মীদের জন্য ছবিটির স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করেছিলেন রণবীর। যেখানে উপস্থিত ছিলেন কপিল দেবও।
সেই অনুষ্ঠানের রেড কার্পেটে দাঁড়িয়ে আলোকচিত্রীদের ক্যামেরায় পোজ দিচ্ছিলেন রণবীর-কপিল। এরপর হঠাৎ কপিলকে জড়িয়ে ধরলেন রণবীর। ঠিক এই সময়েই কপিলের ঠোঁটে ঠোঁট রাখলেন রণবীর! এ ঘটনায় একেবারে হতবাক কপিলসহ অনুরাগীরা।