কয়েক মাস আগে নতুন ছবি ‘জি লে জারা’তে অভিনয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। এতে তার পাশাপাশি আরও দেখা যাবে ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটকে। নতুন এই ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিনেতা ফারহান আখতার।
কিন্তু জানেন কী ‘জি লে জারা’তে অভিনয়ের জন্য কয়েকটি শর্ত দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর বলিউডের এই অভিনেত্রীর সেই শর্ত মানার পরই এতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া এ প্রসঙ্গে বলেন, ‘জি লে জারা’তে চুক্তিবদ্ধ হওয়ার আগে ফারহানকে শর্ত দিয়েছিলাম, হিন্দিতে নির্মিত হতে হবে সম্পূর্ণ ছবিটি এবং আমি নাচতে চাই তাই এতে যেন নাচ অবশ্যই রাখা হয়।
যোগ করে এই অভিনেত্রী আরও বলেন, এখনই শুরু হচ্ছে না ‘জি লে জারা’র কাজ। কেননা এখনও এর চিত্রনাট্যের কাজ বাকি রয়েছে। সব ঠিক থাকলে ২০২২ সালে শেষ দিকে শুরু হবে এর শুটিং।