মাদককাণ্ডে গত ৩ অক্টোবর গ্রেফতার করা হয়েছিলো শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে। এরপর মুম্বাইয়ের আর্থার রোড জেলে প্রায় এক মাস কারাবাসের পর গত ২৮ নভেম্বর আরিয়ানের জামিন মঞ্জুর করা হয়।
এদিকে, ছেলে কারাগারে যাওয়ার পর সব কাজ থেকে বিরতি নিয়ে নিয়েছিলেন শাহরুখ খান। এমনকি আরিয়ান বাড়ি ফেরার পরও জনসম্মুখে আসকে দেখা যায়নি বলিউডের এই সুপারস্টারকে। তবে একটি বিজ্ঞাপনে দেখা গিয়েছিল তাকে।
আরিয়ান গ্রেফতার হওয়ার আগে যশরাজ ফিল্মস প্রযোজিত ‘পাঠান’ ছবির শুটিং করছিলেন শাহরুখ খান। তিন মাস পর সেই ছবির শুটিং সেটে দেখা গেলো বলিউড বাদশাকে। আর এর মধ্য দিয়ে তিন মাস পর জনসম্মুখে এসেছেন তিনি।
এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শাহরুখের শুটিং সেটের সেই ছবিটি। যেখানে তাকে কালো টি-শার্ট, সানগ্লাস ও বড় চুল খোঁপা করে রাখা শাহরুখকে দেখা গেছে।
শুধু শাহরুখ খান নয়, কাজে ফিরেছেন তার স্ত্রী ইন্টেরিয়র ডিজাইনার গৌরি খানও। তবে খান পরিবার এখন সোশ্যাল মিডিয়া থেকে যতোটা সম্ভব নিজেদের দূরে রাখার চেষ্টা করছেন।