বর্তমান সময়ে জনপ্রিয় তারকাদের একজন জানভি কাপুর। সকল কাজ থেকে বিরতি নিয়ে বর্তমানে মরুর দেশ সৌদি আবরে ঘুরে বেড়াচ্ছেন এই সুন্দরী। সেই সঙ্গে নানা রঙে নানা ঢঙে ছড়াচ্ছেন উষ্ণতাও। ইতিমধ্যে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন সেখানে কাটান নানা মুহূর্তের বেশকিছু ছবি।
জানভি কাপুরের শেয়ার করা ছবিগুলোতে কখনও তাকে কালো আবার কখনও হলুদ রঙের কাফতানে দেখা গেছে। কখনও বা তিনি পরেছেন মাল্টিকালারের ওয়ান-শোল্ডার গাউন। কোথাও বা লং টপে দেখা গেছে বলিউডের এই অভিনেত্রীকে।
চলুন দেখে নেই জানভি কাপুরের শেয়ার করা ছবিগুলো।
কাজের দিক থেকে এই মুহেূর্তে জানভি কাপুর ব্যস্ত রয়েছেন ‘মিলি’ নিয়ে। এছাড়া ‘দোস্তানা’ ছবির সিক্যুয়েলে দেখা যাবে তাকে। আর সিদ্ধার্থের সঙ্গে জুটি বেঁধে কাজ করবেন ‘গুড লাক জেরি’তে।