বুর্জ খলিফায় দেখনো হল ‘৮৩’র ট্রেলার

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 22:23:54

আগামী ২৩ ডিসেম্বর ভারতীয় প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাবে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘৮৩’। এর আগে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) জেদ্দায় আয়োজন করা হয়েছিল ছবিটির স্ক্রিনিংয়ের। যেখানে উপস্থিত হয়ে সকলকে চমকে দিয়েছিলেন এই তারকা দম্পতি।

শুধু দর্শকদেরই চমকে দেননি রণবীর-দীপিকা সেখানে গিয়ে তারা নিজেরাও চমকে গিয়েছিলেন। কেননা বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফায় দেখানো হয়েছে তাদের অভিনীত ‘৮৩’র ট্রেলার।

 
 
 
View this post on Instagram

A post shared by Deepika Padukone Fan Account? (@deepikacraze_)

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) জেদ্দায় ‘রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল’-এ কবির খান পরিচালিত ‘৮৩’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল। এরপর ছবিটির দল দুবাই চলে যায়। সেখানে গিয়েই এই চমক দেখলেন তারা।

বুর্জ খলিফায় ছবিটির ট্রেলার দেখানোর সময় রণবীর তার দীপিকার হাত ধরে রেখেছিলেন। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন পরিচালক কবির খান, তার স্ত্রী মিনি মাথুর এবং ক্রিকেট কিংবদন্তি কপিল দেব।

এ সম্পর্কিত আরও খবর