করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কারিনা কাপুর খান। চিকিৎসকের পরামর্শ মেনে বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলিউডের এই অভিনেত্রী। ইতিমধ্যে ৪১ বছর বয়সী এই অভিনেত্রীর মুম্বাইয়ের বাড়ি সিল করে দিয়েছে বৃহনমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি)।
মেয়ের শারীরিক অবস্থা প্রসঙ্গে বলিউডের বর্ষীয়ান অভিনেতা রণধীর কাপুর জানান, “ওর (কারিনা কাপুর খান) রিপোর্ট পজিটিভ এসেছে। আপাতত হোম কোয়ারেন্টাইনে আছে। ডাক্তাররা জানিয়েছে সংক্রমণ খুব হালকা। ওর শরীর এখন অনেকটাই ভালো। বাচ্চারাও ওর সাথেই আছে।”
এদিকে, ১৪ ডিসেম্বর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে কারিনা ঘনিষ্ঠ বন্ধু অমৃতা আরোরা, মাহিপ কাপুর এবং সীমা খানেরও। মনে করা হচ্ছে, করণ জোহরের পার্টি থেকেই ছড়িয়েছে করোনা। যদিও করণ নিজে কিন্তু কোভিড নেগেটিভ।