ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে গ্রাজুয়েশন শেষ করলেন নুসরাত ফারিয়া। নায়িকা ফারিয়ার ভবিষ্যত রূপ যে একজন আইনজীবি তা টের পাওয়া যাচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নুসরাত ফারিয়া নিজেই তথ্যটি জানিয়ে কুড়িয়ে নিচ্ছেন ভক্ত ও শুভানুধ্যায়িদের অভিনন্দন।
ফারিয়া বলেন, 'আজ আমার জন্য খুবই আনন্দের দিন। অবশেষে সৃষ্টিকর্তা আমার কথা শুনেছেন। আইন বিষয়ে পাশ করলাম। সেকেন্ড ক্লাস পেয়েছি। এ বিষয়ে আমি আমার শিক্ষককে ধন্যবাদ দিতে চাই। তার কারণেই আমার এই পড়াশোনার জার্নিটা হয়েছে। আমি সবার কাছেই কৃতজ্ঞ।’
মডেলিং ও উপস্থাপনা দিয়ে শুরু হয় নুসরাত ফারিয়ার। বড়পর্দায়ও নিজেকে বেশ গুছিয়ে নিয়েছেন। ২০১৫ সালে জাজ মাল্টিমিডিয়ার মধ্য দিয়ে ‘আশিকী’ চলচ্চিত্র দিয়ে যাত্রা শুরু করেন তিনি। ছয় বছরের চলচ্চিত্র যাত্রায় এক ডজনেরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন।
সর্বশেষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেন ফারিয়া।