নুসরাতকে আজও ভালোবাসেন নিখিল

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 07:36:34

নুসরাতকে আজও ভালোবাসেন নিখিল

গত কয়েকমাস ধরে নুসরাত জাহান ও বিতর্ক যেন সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। ওপার বাঙলার জনপ্রিয় এই অভিনেত্রী ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। নিখিল জৈনের সঙ্গে তার অবৈধ ‘বিয়ে’, অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে সহবাস এবং ঈশানের মা হওয়া- সবকিছু নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। কিন্তু এতো কিছুর পরও নুসরাতকে ভালোবাসে বলে জানিয়েছেন নিখিল।

পাকাপাকিভাবে বিচ্ছেদের পর প্রথমবার নুসরাতের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন নিখিল। এক ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নিখিল জৈন বলেন, ‘আমার ও নুসরাতের সম্পর্ক নেই ঠিকই কিন্তু, তাকে আমি এখনও ভালোবাসি।’


একইসঙ্গে নিখিল স্পষ্ট করেন যে নুসরাতকে তিনি ভালোবেসেছিলেন সেই নুসরাত আজও তার মনে। কিন্তু এখনকার নুসরাতকে তিনি কোনওভাবেই চেনেন না।

কাজের সূত্রেই আলাপ নিখিল-নুসরাতের। নিখিলের বস্ত্র বিপণি রঙ্গোলির ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিলেন নুসরাত। সেখান থেকেই প্রেম ও বিয়ে।

এ সম্পর্কিত আরও খবর

right arrow