ফের আইনি ঝামেলায় রাজ-শিল্পা দম্পতি

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 23:43:11

আইনি ঝামেলা যেনো কিছুতেই পিছু ছাড়ছে না শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার। পর্নোগ্রাফি মামলা থেকে জামিন পেয়ে কয়েক মাস আগে জেল থেকে ছাড়া পেয়েছেন রাজ। স্বামীর এমন কাণ্ডে বহুবার জেরার মুখে পড়তে হয়েছিলো শিল্পাকেও। কিন্তু মামলা থেকে এখনও ক্লিনচিট পাননি বলিউডের এই অভিনেত্রী। এর মাঝেই প্রতরণার অভিযোগ তারকা দম্পতির বিরুদ্ধে।

এরইমধ্যে রাজ ও শিল্পার বিরুদ্ধে দেড় কোটি রুপির প্রতারণার অভিযোগ আনলেন নীতিন বারাই নামের এক ব্যক্তি। তাদের বিরুদ্ধে বান্দ্রা পুলিশ থানায় অভিযোগ দায়ের করেছেন নীতিন।


অভিযোগে নীতিন জানিয়েছেন, ২০১৪ সালে এসএফএল ফিটনেস প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর কাশিফ খান এবং শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা তাকে মোটা লাভের টোপ দিয়ে দেড় কোটি রুপি বিনিয়োগের জন্য রাজি করায়। ফিটনেস স্কিম থেকে মোটা অর্থ লাভ হবে এমন আশ্বাস দেওয়া হয়েছিল নীতিনকে। কিন্তু সেই প্রোজেক্ট এগোয়নি দাবি তার। পরবর্তী সময়ে টাকা ফেরত চাইলে তাকে হুমকি দেওয়া হয় বলে জানিয়েছেন নীতিন।

জানা গেছে, এই দম্পতির বিরুদ্ধে প্রতারণাসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর