প্রায় এক মাস কারাবাসের পর মাদক মামলা থেকে জামিন পেয়ে গত ৩০ অক্টোবর বাড়ি ফিরছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান।
জামিনে মুক্তি পেলেও আরিয়ান খানকে মেনে চলতে হচ্ছে বেশ কিছু শর্ত। যার মধ্যে একটি হলো সপ্তাহের প্রতি শুক্রবার নরকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) দফতরে হাজিরা দিতে হবে শাহরুখ পুত্রকে।
এদিকে, শুক্রবার (১২ নভেম্বর) ২৪ বছরে পা দিয়েছেন আরিয়ান খান। বিশেষ এই দিনটিতেও ছাড় দেওয়া হয়নি তাকে। শর্ত অনুযায়ী এদিনও এনসিবি দফতরে হাজিরা দিয়েছিলেন আরিয়ান।
গত ২ অক্টোবর রাতে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) একটি প্রমোদ তরীতে অভিযান চালিয়ে শাহরুখ খানের ছেলে আরিয়ান খান ও তার দুই বন্ধুকে আটক করে। এসময় আরিয়ানের থেকে ১৩ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ পিলস এবং নগদ ১ লাখ ৩৩ হাজার রুপি পাওয়া যায়।
দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ৩ অক্টোবর শাহরুখ পুত্রকে গ্রেফতার করা হয়। এনডিপিএস আইনের ৮সি, ২০বি, ২৭ এবং ৩৫ নাম্বার ধারায় গ্রেফতার করা হয় আরিয়ান খানকে।