ছবিতে মীমের বাগদান

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 19:54:18

তারকাদের জীবন নিয়ে আগ্রহের কোন কমতি থাকে না সাধারণ মানুষের। আর প্রসঙ্গ যদি আসে কোন তারকার প্রেম, বাগদান বা বিয়ে নিয়ে তাহলে সেই আগ্রহ যেনো আরও দ্বিগুন বেড়ে যায়।

সম্প্রতি নিজের বাগদানের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে ভক্তদের আগ্রহ বাড়িয়ে দিয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মীম।

১০ নভেম্বর ছিলো বিদ্যা সিনহা মীমের ২৯তম জন্মদিন। সেদিনই দীর্ঘদিনের প্রেমিক সনি পোদ্দারের সঙ্গে বাগদানের কাজটি সম্পন্ন করে ফেলেছেন এই অভিনেত্রী।


হাঁটু গেড়ে প্রেমিকা বিদ্যা সিনহা মীমের অনামিকায় আংটি পরিয়ে দিচ্ছেন সনি পোদ্দার।


লাজুক সনির পাশে হাস্যোজ্জ্বল মীম।


পাশাপাশি দু’জনে।


ভরসার কাঁধে হাত দিয়ে নতুন পথের দিকে পা বাড়ালেন মীম।


বাগদত্ত্বার বাহুডোরে বিদ্যা সিনহা মীম।


শুভদৃষ্টির মধ্য দিয়ে নতুন অধ্যায়ের সূচনা করলেন সনি-মীম।


চোখ যে মনের কথা বলে।


সনি-মীমের অনামিকায় জ্বলজ্বল করছে হীরের আংটি।

এ সম্পর্কিত আরও খবর