কর্ডেলিয়া নামের একটি ক্রুজে ‘রেভ পার্টি’-র আয়োজনের খবরটি দিন ১৫ আগেই পেয়ে গিয়েছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (এনসিবি)।
সেই তথ্য মতেই যাত্রী সেজে ওই ক্রুজে প্রবেশ করেছিলেন এনসিবি’র কয়েকজন কর্মকর্তা। আর তাদের ধারনাই সত্যি হয়। ওই ক্রুজের পার্টিতে মাদক সেবন করতে শুরু করে প্রায় প্রত্যেকেই। কেউ কেউ নেশায় বুঁদ হয়ে যায়। প্রায় অচেতন হয়ে পড়েন অনেকেই।
এরপরই ওই ক্রুজে অভিযান চালিয়ে ৮ জনকে আটক করে তারা। যাদের মধ্যে ছিলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খানও। যদিও শুরুতে শোনা গিয়েছিলো ১০ জনকে আটকের কথা।
ক্রুজে অভিযান শেষে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানসহ বাকি ৭ জনকে নিয়ে আসা হয় দক্ষিণ মুম্বাইয়ের ব্যালার্ড এস্টেট কার্যালয়ে। সেখানেই তাদের জিজ্ঞাসাবাদ করে এনসিবি’র কর্মকর্তারা। এরপর দুপুর ২টার দিকে গ্রেফতার করা হয় আরিয়ানসহ তিনজনকে। বাকি দু’জন হলেন তার ঘনিষ্ঠ বন্ধু আরবাজ মার্চেন্ট এবং দিল্লির ফ্যাশন ডিজাইনার মুনমুন ধামেচাকে।
বিকেল ৪টার দিকে এক বিবৃতির মাধ্যমে বিষয়টির আনুষ্ঠানিক ঘোষণা দেয় এনসিবি। যেখানে জানানো হয়েছে, এনডিপিএস আইনের ৮সি, ২০বি, ২৭ এবং ৩৫ নাম্বার ধারায় গ্রেফতার করা হয়েছে আরিয়ান খানকে।
এনসিবি’র ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, আরিয়ানের কাছ থেকে ১৩ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ পিলস এবং নগদ ১ লাখ ৩৩ হাজার রুপি পাওয়া গেছে।
এদিকে, ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করার পর জেজে হাসপাতালে মেডিক্যাল পরীক্ষা করা হয় আরিয়ানের। আপতত এনসিবির ব্যালাড এস্টটেটের অফিসে রয়েছেন শাহরুখ খান পুত্র।