না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় অভিনেতা মনোজ বাজপেয়ীর বাবা রাধাকান্ত বাজপেয়ী।
রোববার (৩ অক্টোবর) দিল্লির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
গত মাসেই খবরের শিরোনামে এসেছিল, সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫২ বছর বয়সী এই অভিনেতার বাবা। বাবার অসুস্থতার খবর পেয়ে কেরলে শুটিং স্থগিত রেখে দিল্লিও পৌঁছেছিলেন মনোজ বাজপেয়ী। দিন কয়েক ছিলেন বাবার পাশেই। কিন্তু ফের কাজে ফিরে গিয়েছিলেন তিনি।
My gr8 father!dicussing the mutton that he cooks very well.yumyum pic.twitter.com/vKBCoBTU
— manoj bajpayee (@BajpayeeManoj) October 5, 2012
বাবার মৃত্যু সংবাদ পেয়ে কেরলে ছবির শুটিংয়ের কাজ স্থগিত রেখে আজ দিল্লি ফিরেছেন মনোজ বাজপেয়ী। আজই হবে তার বাবার শেষকৃত্য।