মাত্র একদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছিলেন সোহা আলি খান। যেখানে দেখা গিয়েছিলো তার তিন প্রজন্মকে। অর্থাৎ মা সাবেক বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও মেয়ে ইনায়া নাওমি খেমুর সঙ্গে তোলা ছবি শেয়ার করেছিলেন সোহা।
আজ (২২ সেপ্টেম্বর) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আরও কয়েকটি ছবি শেয়ার করেছেন সোহা আলি খান। যেখানে দেখা যাচ্ছে, মা ও মেয়েকে নিয়ে বাবা ভারতীয় ক্রিকেটার মনসুর আলি খান পতৌদিন কবর জিয়ারত করছেন তিনি।
সোহার শেয়ার করা ছবিগুলোতে তাদের প্রত্যেককে সাদা রঙের পোশাকে দেখা গেছে।
ছবিগুলোর ক্যাপশনে সোহা আলি খান লিখেছেন, “যতোদিন পর্যন্ত তোমার স্মৃতি মুছে যাবে না ততোদিন পর্যন্ত তুমি আমাদের কাছে কখনও মারা যাবে না।”
২০১১ সালের ২২ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমান মনসুর আলি খান পতৌদি। আজ তার ১০ম মৃত্যুবার্ষিকী।
বাবার মৃত্যুবার্ষিকী পালনের জন্য দু’দিন আগেই মা ও মেয়েকে নিয়ে পতৌদি প্যালেসে গিয়েছেন সোহা আলি খান।