পর্নো ফিল্ম তৈরির অভিযোগে গত ১৯ জুলাই গ্রেফতার করা হয়েছিলো শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রকে। পরে সোমবার (২০ সেপ্টেম্বর) এই তারকার জামিন মঞ্জুর হয়। মুম্বাইয়ের এক ম্যাজিস্ট্রেট আদালত ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেন রাজের।
জামিনে মুক্তির পরদিন অর্থাৎ আজ (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার কিছু দিকে আর্থার রো জেল থেকে ছাড়া পান রাজ কুন্দ্রা।
এদিকে, জামিন মঞ্জুরের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই রাজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছে মুম্বাই পুলিশ।
মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের দাবি, রাজ কুন্দ্রার কাছ থেকে একশোটিরও বেশি পর্নো ভিডিও পাওয়া গিয়েছে। আর তা প্রায় ৯ কোটি টাকার বিনিমিয়ে বিক্রি করার পরিকল্পনা ছিল তার।