বলিউডের বর্ষীয়ান অভিনেতা জ্যাকি শ্রফ। বাবার পথ অনুসরণ করে অভিনয় জগতেই ক্যারিয়ার গড়েছেন তার ছেলে টাইগার শ্রফ।
অভিনয় দক্ষতার জোরে এরইমধ্যে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন টাইগার। সেই সঙ্গে তার ফিটনেস ঘায়েল করে লাখো তরুণীর হৃদয়। আর সেই টাইগারকেই নাকি বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের মতো দেখায়।
তবে ছেলেকে নিজেই এমন মন্তব্য মোটেও পছন্দ হয়নি জ্যাকি শ্রফের। তাইতো ট্রোলারদের উদ্দেশে গর্জে উঠলেন তিনি।
জ্যাকি শ্রফ বলেন, “এই যে লোকজন এত আমাকে নিয়ে তার সঙ্গে তুলনা করে মাচো বা পুরুষালি লুকস, ব্যক্তিত্ব ইত্যাদি ব্যাপার নিয়ে, সে ব্যাপারে শুধু এটুকু বলবো ছেলেটা তো এখনও বড় হচ্ছে। তার ওপর আমি ভীষণ খুশি এই দেখে যে নিন্দুকের দল টাইগারকে যেমন দেখতে চায় সেসবের থেকে সম্পূর্ণ আলাদা ও। আর জ্যাকির ছেলেই বলেই কি দাড়ি গোঁফ নিয়ে জন্মাতে হবে তাকে? এমনকি কারিনার সঙ্গেও তুলনা করা হয়েছে তাকে! অদ্ভুত!'
তিনি আরও বলেন, “এত ট্রোলিং হওয়া সত্বেও যেভাবে মাথা গরম না করে ঠান্ডা মাথায় সম্পূর্ণ বিষয়টি সামলান টাইগার,তা এককথায় অপূর্ব।”