মা হতে যাচ্ছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী শখ। শিগগিরই প্রথম সন্তানকে স্বাগত জানাবেন এই তারকা। কিছুদিন আগে এই খুশির সংবাদটি গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন তিনি।
সেই সঙ্গে নিজের এবং অনাগত সন্তানের জন্য দোআ চেয়ে এই অভিনেত্রী বলেছেন, ‘নতুন আগামীর অপেক্ষায় আছি। তাই দোয়া চাই সবার।’
এবার বেবিবাম্প সহ প্রকাশ্যে এসেছেন শখ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন শখের দুটি ছবি। যেখানে তার স্পষ্ট বেবিবাম্প দেখা গেছে।
ভাইরাল হওয়া ছবি দুটিতে দেখা যাচ্ছে, শখের বেবিবাম্প ধরে রেখেছেন তার স্বামী রহমান জন। দু’জনের পরনেই দেখা গেছে সোনালি রঙা পোশাক।
২০২০ সালের ১২ মে দ্বিতীয় বিয়ে করেন শখ। তার স্বামীর নাম রহমান জন। তিনি পেশায় ব্যবসায়ী। বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে। বর্তমানে শখ সেখানেই অবস্থান করছেন।
এর আগে ২০১৫ সালের ৭ জানুয়ারি মডেল-অভিনেতা নিলয় আলমগীরকে বিয়ে করেন শখ। কিন্তু বিয়ের দুই বছরের মধ্যে তাদের সেই সংসার ভেঙে যায়।