এ বছরের বহুল প্রতীক্ষিত ছবিগুলোর মধ্যে অন্যতম ‘লাল সিং চাড্ডা’। টম হ্যাঙ্কস অভিনীত হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি সংস্করণ এটি।
গত বছর বড়দিনে মুক্তি পাওয়ার কথা ছিলো আমির খান অভিনীত ছবিটি। কিন্তু ভারতে করোনাভাইরাস পরিস্থিতি বাজে রূপ ধারণ করায় আটকে যায় ছবিটির শুটিং। যার ফলে পিছিয়ে যায় এর মুক্তির তারিখও।
অবশেষে শেষ হলো ‘লাল সিং চাড্ডা’র শুটিং। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির নির্মাতারা।
সবকিছু ঠিক থাকলে এ বছরের বড়দিনে মুক্তি পাবে ছবিটি।
‘লাল সিং চাড্ডা’তে আমির খানের বিপরীতে দেখা যাবে কারিনা কাপুর খানকে। রয়েছেন দক্ষিণের তারকা নাগা চৈতন্য। প্রায় ১০০টি লোকেশনে হয়েছে এর শুটিং।
‘লাল সিং চাড্ডা’ পরিচালনা করছেন আদভেইদ চন্দন।