পুত্র সন্তানের মা হয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। কিন্তু এই সন্তানের বাবা কে তা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিলো নানা জল্পনা-কল্পনা।
তবে সম্প্রতি এক স্যালোনের উদ্বোধনে হাজির ছিলেন নুসরাত। সেখানে ছেলের পিতৃপরিচয় নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটি একটি কঠিন প্রশ্ন, কারণ এটি কারও চরিত্রে দাগ লাগিয়ে দেয়, বাবা জানেন বাবা কে, আমারা খুব ভালো সময় কাটাচ্ছি বাবা-মা হিসেবে। যশ এবং আমার দারুণ সময় কাটছে।”
নুসরাতের পর এবার ছেলেকে নিয়ে নীরবতা ভাঙলেন যশ দাশগুপ্ত। প্রথমবার ছেলেকে নিয়ে মুখ খুললেন টালিউডের এই অভিনেতা। জানালেন তিনি এবং নুসরাত মিলেই নতুন এই অতিথির নামটি রেখেছেন।
এই মুহূর্তে ‘চিনেবাদাম’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটছে যশের। শুটিংয়ের ফাঁকে যশ জানিয়েছেন খুদেকে কী নামে ডাকছেন তিনি।
যশের কথায়, আমি ঈশান নামেই ডাকছি। এই নামটা আমি আর নুসরাত মিলে একসঙ্গে ঠিক করেছি। তবে ওর একটা ডাকনামও দেওয়া হয়েছে। আর সেটি হলো অংশ।
এখানেই শেষ নয়, নুসরাত আরও জানান, ছেলেকে নিয়ে ভীষণ প্রোটেক্টিভ বাবা। তাই তিনি চাইলে, তবেই ছেলের মুখ সকলে দেখতে পাবে।