বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। গত জুনে নির্মাতা আদিত্য ধরের সঙ্গে বিয়ের বন্ধনে জড়ান।
এদিকে, ইয়ামির বিয়ের ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হওয়ার পর ভাইরাল হয়েছিলো তার মাথার টিকলি। সকলেরই নজর কেড়েছিলো সেই টিকলিটি।
আর বিয়ের পর ইয়ামির নতুন একটি জিনিসের প্রতি বারবার নজর আটকে যাচ্ছে নেটিজেনদের। আর সেটি হলো- বলিউডের এই অভিনেত্রীর কানের দুল।
বিয়ের পরদিন থেকেই এই ঝুলন্ত কানের দুল পরতে দেখা যাচ্ছে তাকে। বিয়ের পর থেকে এখনও পর্যন্ত যে কয়টি ছবি ইয়ামি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তার প্রতিটিতে লম্বা চেইন যুক্ত কানের দুলে দেখা তাকে। তবে সেগুলোর নকশার পরিবর্তন ছিলো প্রতিটিতেই।
বর্তমানে ইয়ামির ব্যস্ত সময় কাটছে ‘ভুত পুলিশ’ ছবির শুটিং নিয়ে। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন সাইফ আলি খান, অর্জুন কাপুর, জ্যাকলিন ফার্নান্দেজ।