নেলসন ম্যান্ডেলা নোবেল শান্তি পুরস্কার পেলেন উদিত নারায়ণ

সুরতাল, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 18:10:43

হিন্দি ঠিকমতো বলতে পারতেন না। অথচ তার নামের পাশে পাঁচটি ফিল্মফেয়ার পুরস্কার। প্রতিবেশীর বাড়ির রেডিও সেট থেকে গান শুনেই সঙ্গীতের প্রতি ভালোবাসা। গায়ক হয়ে ওঠা।

আটের দশকের শেষে কিশোর কুমারের অকাল প্রয়াণে ভারতীয় সংগীত জগতে তখন বিশাল এক শূন্যতা। সেই সময় আত্মপ্রকাশ হয়েছিল এই বিখ্যাত গায়কের। ১৯৫৫ সালে নেপালে এক ব্রাহ্মণ পরিবারে জন্ম। সেখানেই বেড়ে ওঠা। পরে উত্তর বিহারের মিথিলায় চলে আসা। কথা হচ্ছে- বলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় সংগীতশিল্পী উদিত নারায়ণকে নিয়ে।

শুধু ৫টি ফিল্মফেয়ার নয়, পাঁচার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুলেছেন তিনি। পাশাপাশি পেয়েছেন স্টার স্ক্রিন, জি সিনে অ্যাওয়ার্ডসহ অসংখ্য পুরস্কার ঘরে তুলেছেন তিনি।

এবার আমেরিকার নেলসন ম্যান্ডেলা নোবেল পিস অ্যাওয়ার্ড কমিটির পক্ষ থেকে সম্মানিত করা হল উদিত নারায়ণকে।

বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে নেলসন ম্যান্ডেলা নোবেল পিস অ্যাওয়ার্ড হাতে নিয়ে তোলা কয়েকটি ছবি শেয়ার করে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন উদিত নারায়ণ।

সেই সঙ্গে বিশেষ এই সম্মাননার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন উদিত নারায়ণ।

এ সম্পর্কিত আরও খবর