একদিন আগেই মাকে হারিয়েছেন, তাই জন্মদিনে স্বাভাবিকভাবে মনমরা অক্ষয় কুমার।
বার্ধক্যজনিত নানা সমস্যা নিয়ে বুধবার (০৮ সেপ্টেম্বর) মুম্বাইয়ের হীরানন্দনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অরুণা ভাটিয়া।
আজ (০৯ সেপ্টেম্বর) ৫৪ বছরে পা দিয়েছেন অক্ষয় কুমার। কিন্তু জন্মদিনের মাত্র একদিন আগে মাকে হারিয়ে একদম ভেঙে পড়েছেন বলিউডের এই অভিনেতা।
জীবনের বিশেষ এই দিনটিতে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে মায়ের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, মায়ের গালে চুমু দিচ্ছেন তিনি।
ছবিটির ক্যাপশনে বলিউডের এই খিলাড়ি তারকা লিখেছেন, “এভাবে কখনো ভাবিনি। কিন্তু আমি নিশ্চিত যে মা ওখান থেকে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন! আপনাদের (ভক্ত) সমবেদনা এবং শুভেচ্ছার জন্য সকলকে ধন্যবাদ। জীবন তার নিয়মেই চলতে থাকবে।”