খোলামেলা পোশাক পরার কারণে প্রায় সময়ই খবরের শিরোনামে দেখা যায় তারকাদের নাম। তবে খোলামেলা পোশাকে ছবি দেওয়ার কারণে হয়তো একটু বেশিই সমালোচনার মুখে পড়তে হয় স্বস্তিকা মুখোপাধ্যায়কে। যদিও বা সেসব তিনি খুব একটা পাত্তা দেন না।
বরং যখনই টালিউডের জনপ্রিয় এই অভিনেত্রীকে নিয়ে সমালোচনা হয়েছে, বিতর্ক উঠেছে, তখনই সামনে এগিয়ে এসে স্পষ্ট মন্তব্য করতে দেখা গেছে তাকে। তীব্র প্রতিবাদ করেছেন তাকে নিয়ে হওয়া ট্রোলেরও।
তবে এবার বডি শেমিং প্রসঙ্গে নিজের প্রতিবাদকে অন্যরকম রূপ দিলেন স্বস্তিকা।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে খোলা পিঠের কয়েকটি ছবি শেয়ার করেছেন স্বস্তিকা। যেখানে তার পরনে দেখা গেছে সবুজ রঙের শাড়ি। তবে ব্লাউজ ব্যবহার করেননি তিনি।
আর এই ছবি আপলোড করে শরীরি ভাঁজ নিয়ে স্পষ্ট মন্তব্য করে স্বস্তিকা লিখেছেন, সব শরীরই সুন্দর! সাধারণত ফটোশুটে আমরা ফিল্টার বা ছবিকে এডিট করে থাকি। যা কিনা আমাদের আসল চেহারাকে আলাদা করে দেয়। আমি অবশ্য এতে বিশ্বাস করি না। আমার শরীর যেমন, তেমনই ভালবাসি।