বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেতা নিলয় আলমগীর।
জানা গেছে- গত ৭ জুলাই নিলয়ের উত্তরায় বাসায় বিয়ের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। করোনার কারণে ছোট পরিসরেই করা হয় বিয়ের আয়োজন। ফলে বিয়েতে শুধুমাত্র দুই পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন।
আজ (১১ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের রিলেশন স্ট্যাটাস পরিবর্তন করে বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন নিলয় আলমগীর।
নিলয়ের স্ত্রীর নাম তাসনুভা তাবাসসুম হৃদি। তিনি ঢাকা গার্হস্থ অর্থনীতি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাসা ঢাকার মগবাজারে। আর গ্রামের বাড়ি ভোলায়।
হৃদি পড়াশোনার পাশাপাশি লেখক ও সাংবাদিক হিসেবে কাজ করছেন। প্রাতিষ্ঠানিক কোনো কার্যক্রমে যুক্ত না থাকলেও একটি সমাজসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠনের গণ যোগাযোগের দায়িত্ব পালন করছেন তিনি।
এর আগে ২০১৬ সালে অভিনেত্রী ও মডেল আনিকা কবির শখকে বিয়ে করেছিলেন নিলয়। তবে তাদের সেই বিয়ে খুব বেশি দিন টেকেনি।