এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
শনিবার (৩১ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এই নির্মাতা।
মোস্তফা সরয়ার ফারুকী তার পোস্টে লিখেছেন, “পজিটিভ। কঠোরভাবে সব নিয়ম-কানুন মেনে চলেছি তবুও। সকলে সাবধানে থাকবেন।
এদিকে, মাত্র একদিন আগেই নিজের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী-সংগীতশিল্পী মেহের আফরোজ শাওন।