করোনাভাইরাসে আক্রান্ত হলেন অভিনেত্রী-সংগীতশিল্পী মেহের আফরোজ শাওন।
শুক্রবার (৩০ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন শাওন নিজেই।
নিজের শেয়ার করা পোস্টে শাওন লিখেছেন, ‘পজিটিভ।’ তবে এর থেকে বেশি আর কিছুই জানাননি তিনি।
শাওন নিজের ফেসবুক পেজে পোস্টটি শেয়ার করার পর থেকে সকলেই তার সুস্থতার জন্য দোআ করছেন। আবার কেউ কেউ বলছেন কোয়ারেন্টাইনের সময়গুলো উপভোগ করতে।
এরইমধ্যে শাওনের করা পোস্টটিতে লাইক পড়েছে ১১ হাজার। কমেন্ট করেছেন আড়াইশ’র বেশি মানুষ।
কাজের দিক তেকে সম্প্রতি প্রকাশ পেয়েছে শাওনের একটি গান। ‘নিশা লাগিলো রে’ গানটিতে তার সঙ্গে আরও কণ্ঠ মেলাতে দেখা গেছে চঞ্চল চৌধুরীকে।