বচ্চন পরিবারে কী নতুন সদস্য আসতে যাচ্ছে? হবু মা ও সন্তানের জন্য শুভকামনা। ম্যাম আপনি কি অন্তঃসত্ত্বা? দারুণ লাগছে অন্তঃসত্ত্বা ঐশ্বরিয়াকে।
রোববার (২৫ জুলাই) নিজের ফেসবুকে পেজে কয়েকটি ছবি শেয়ার করেছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এরপর থেকেই শুরু হয়েছে বলিউডের এই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন। তাকে রীতিমতো শুভেচ্ছা জানাতে শুরু করেছেন তার ভক্তরা।
মা হওয়ার বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি ঐশ্বরিয়া রাই বচ্চন। তবুও তার ছবিগুলো প্রকাশ্যে আসার পর থেকে প্রায় সকলেই সাবেক এই বিশ্ব সুন্দরীকে শুভকামনা জানাতে শুরু করেছেন।
ঐশ্বরিয়া যে ছবিগুলো শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে, কালো রঙের পোশাক পরে রয়েছেন তিনি। তবে প্রতিটি ছবিতেই পেটের কাছে হাত দিয়ে রেখেছেন এই বলি সুন্দরী।
তবে ঐশ্বরিয়ার শেয়ার করা প্রথম ছবিটিতে তার পেট একটু ফোলা দেখা গেছে। যদিও বা হয়তো এটি ক্যামেরা ধরার কারণে হতে পারে। তবুও তার এই ছবিগুলো দেখে অনেকেই মন্তব্য করেছেন তিনি নাকি অন্তঃসত্ত্বা।