দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন কান্নাড়া অভিনেত্রী জয়ন্তী।
সোমবার (২৬ জুলাই) বেঙ্গালুরুতে নিজের বাসভবনে ঘুমের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জয়ন্তী। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর।
অভিনেত্রী জয়ন্তীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ছেলে কৃষ্ণ কুমার।
জনপ্রিয় এই অভিনেত্রীর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে।
‘অভিনয়া শারাধে’ নামে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পরিচিত ছিলেন জয়ন্তী। কান্নাড়ার পাশাপাশি হিন্দি, মারাঠি ছবিতেও কাজ করেছিলেন তিনি।
১৯৬৩ সালে কান্নাড় ছবি ‘জেনু গুড়ু’র মাধ্যমে অভিনয় জগতে পথচলা শুরু করেন তিনি। ১৭টি কান্নাড়া স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড, রাষ্ট্রপতি পদকসহ একাধিক পুরস্কার পেয়েছেন।
কান্নাড়া, তামিল, তেলুগু, মালায়ালাম ও হিন্দি ভাষার ৫০০ সিনেমায় অভিনয় করেছেন জয়ন্তী। তবে কান্নাড়া ভাষার অভিনেত্রী হিসেবে তার বিশেষ খ্যাতি রয়েছে।