অল স্টার ফুটবল ক্লাবের সদস্য অভিনেতা রণবীর সিং এবং ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
তারই অংশ হয়ে গত ২৫ জুলাই দু’জনকে মুম্বাইয়ের এক স্টেডিয়ামে একসঙ্গে ফুটবল খেলতে দেখা গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে ধোনির সঙ্গে তোলা একটি ছবিও শেয়ার করেছেন রণবীর সিং। যেখানে দেখা যাচ্ছে, স্টেডিয়ামের একটি বেঞ্চর ওপর বসে রয়েছেন ধোনি। আর তার পা ধরে পাশেই বসে আছেন রণবীর।
ছবিটির ক্যাপশনে বলিউডের এই অভিনেতা লিখেছেন, “বড় ভাইয়ের পায়ের কাছে সবসময়। আমার ‘জান।”
ধোনির পাশাপাশি ক্রিকেটার শ্রেয়াস আইয়ারের সঙ্গে তোলাও একটি ছবি পোস্ট করেছেন রণবীর। যেখানে দেখা যাচ্ছে, শ্রেয়াসের গেঞ্জি টেনে ধরে রেখেছেন বলিউডের এই অভিনেতা।
এই ছবিটির ক্যাপশনে রণবীর লিখেছেন, “অন্য কোনও রাস্তাই নেই আইয়ারকে থামানোর।”
শিগগিরই ‘৮৩’ নামের একটি ছবিতে দেখা যাবে রণবীর সিংকে। ১৯৮৩ সালে ক্রিকেট বিশ্বকাপে ভারতের অবিস্মরণীয় জয়ের গল্প নিয়েই নির্মিত হয়েছে এটি। এতে তার বিপরীতে দেখা যাবে তারই স্ত্রী দীপিকা পাড়ুকোনকে।
এছাড়াও ‘সার্কাস’ নামের একটি ছবির কাজ রয়েছে রণবীর সিংয়ের হাতে।