দুবাইতে কাজ করতে গিয়ে প্রেমিকার সঙ্গে বিজয়ের দেখা

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 10:57:41

দক্ষিণের জনপ্রিয় অভিনেতাদের একজন বিজয় সেতুপতি। প্রধান অভিনেতা হিসেবে ২০১০ সালে অভিনয় জগতে পা রাখেন তিনি। এর আগে পাঁচ বছর বেশ কয়েকটি ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।


অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরুর আগে দুবাইতে একজন হিসাবরক্ষক হিসেবে কাজ করতেন বিজয় সেতুপতি।

ভারতীয় সংবাদমাধ্যম কইমই’র প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে- টাকা উপার্জনের জন্য বিভিন্ন কাজ করেছিলেন বিজয়। তবে তিনি দুবাইতে হিসাবরক্ষক হিসেবে কাজ শুরু করেন তিন বোনকে বাড়ি ফিরিয়ে আনার জন্য। তাছাড়া তিনি ভারতে যা উপার্জন করতেন তার দ্বিগুন দুবাইতে পেতেন।

স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে বিজয় সেতুপতি

তবে চমকপ্রদ তথ্য হলো- দুবাইতে কাজ করতে গিয়েই প্রেমিকা জেসির সঙ্গে দেখা হয় বিজয় সেতুপতির। কেননা জেসি সেসময় দুবাইতে থাকতেন। এরপরই তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন। পরে ২০০৩ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা।

এদিকে, নিজের কঠোর পরিশ্রমের সুবাদে দক্ষিণী ইন্ডাস্ট্রির পাশাপাশি অন্যান্য ইন্ডাস্ট্রিতেও জনপ্রিয়তা অর্জন করেছেন বিজয় সেতুপতি। শিগগিরই তাকে দেখা যাবে আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’তে।

এ সম্পর্কিত আরও খবর