পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।
চমকপ্রদ তথ্য হলো- এই মামলার তদন্ত করতে গিয়ে রাজ কুন্দ্রার অফিসে তল্লাশি করার সময় একটি গোপন লকারের সন্ধান পেলো মুম্বাই পুলিশ।
এএনআই এক টুইট বার্তায় জানিয়েছে, মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ রাজ কুন্দ্রার আন্ধেরির অফিস ভিয়ান অ্যান্ড জেএল স্ট্রিম অফিসে তল্লাশি চালানোর সময় একটি গোপন লকারের সন্ধান পেয়েছে।
পুলিশ আরও বলেছে যে রাজ কুন্দ্রার কার্যালয়ে তল্লাশি করার সময় গোপন লকারটির পাশাপাশি ক্রিপ্টোকারেন্সির কিছু নথিও পাওয়া গেছে। তাছাড়া উদ্ধার হওয়া অন্যান্য নথিগুলি ব্যাংক লেনদেনের সাথে সম্পর্কিত।
পর্নোগ্রাফি মামলায় গত ১৯ জুলাই রাজ কুন্দ্রাকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। আগামী ২৭ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতেই রাখা হবে তাকে।